রিল তৈরি করতেই গিয়েই কাল হল! শিয়ালদা স্টেশনে হারিয়ে গেল দেড় বছরের শিশু

রিল তৈরির করার সময় শিয়ালদা স্টেশনে হারিয়ে গেল দেড় বছরের শিশু।

author-image
Tamalika Chakraborty
New Update
1717924960_sealdah

নিজস্ব সংবাদদাতা: রিল তৈরির মগ্নতায় দেড় বছরের সন্তান হারিয়ে ফেলেছিলেন এক দম্পতি। সৌভাগ্যক্রমে, শিশুটিকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার বিকেলে শিয়ালদহ স্টেশনে ঘটে যাওয়া এই ঘটনা রিল তৈরির প্রতি অতিরিক্ত আসক্তির বিপদ আবারও সামনে নিয়ে এল।

মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা নীলেশ দিগম্বর গায়কোয়াড এবং তাঁর স্ত্রী পল্লবী তাঁদের দেড় বছরের সন্তান তসময়কে নিয়ে গঙ্গাসাগরে এসেছিলেন। মনস্কামনা পূরণ করে মানতের পুজো দেওয়ার পর মঙ্গলবার রাতের ট্রেনে হাওড়া হয়ে নাগপুর ফেরার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর পর পরিস্থিতি পাল্টে যায়।

স্টেশনে পৌঁছে গায়কোয়াড দম্পতি রিল তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। সেই সময় তাঁদের দেড় বছরের শিশু ধীরে ধীরে বাবা-মার কাছ থেকে সরে গিয়ে স্টেশনের ১৮ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে যায়। রিল তৈরিতে মগ্ন থাকায় দম্পতি বিষয়টি বুঝতেই পারেননি। পরে সন্তানকে দেখতে না পেয়ে তাঁদের হুঁশ ফেরে।

খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপর হয়ে শিশুটিকে খুঁজতে শুরু করে। প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় স্টেশনে ভিড়ের মধ্যে শিশুটি বড় বিপদে পড়তে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ আধিকারিকরা।

রিল তৈরির প্রতি অতিরিক্ত মনোযোগ যে কীভাবে দায়িত্ববোধকে প্রভাবিত করতে পারে, এই ঘটনা সেটিরই এক উদাহরণ। গায়কোয়াড দম্পতির এই ভুল প্রায় তাঁদের সন্তানকে চিরতরে হারিয়ে দেওয়ার পথে নিয়ে যাচ্ছিল।