নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও কালীপুজোয় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় রাত পর্যন্ত বৃষ্টি দেখা যায়নি। তবে হাওয়া অফিস বলছে যে আগামী ২ দিন বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি বেশ কিছু জেলার কিছু অংশে হতে পারে। উত্তর অসমে ঘূর্ণাবর্ত থাকায় এবার সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ওড়িশা ও ছত্তীশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন আছে। আরও একটি আপার এয়ার সার্কুলেশন অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে। সেই কারণেই শুক্রবার বৃষ্টি হতে পারে। এদিকে রবিবার পড়েছে ভাইফোঁটা। বাঙালি ভাই-বোনদের অন্যতম প্রিয় উৎসবের দিন। কেমন থাকবে এই দিনটি? শীত-শীত কি লাগবে?
শনিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে ও বৃষ্টির সম্ভাবনাও দেখা যাবে না। এদিকে ১ নভেম্বর থেকে মালদা, দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া থাকবে। নভেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের পাঁচ জেলাতে শীতের আমেজ।
কলকাতাতে রবিবার ভাইফোঁটা উপলক্ষে বিশেষ ক্ষতি হবে না। ঐদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টি হবে না। মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে।