নতুন পাম্পিং স্টেশন : বর্ষায় এগিয়ে কলকাতা পৌরসভা

ঈদের আগেই চালু হচ্ছে নবাব আলী পার্ক পাম্পিং স্টেশন। মেয়র পারিষদ শ্রী তারক সিং মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে এই পাম্পিং স্টেশনের কাজ যাতে দ্রুত শেষ করা যায় তারই চেষ্টা করেছেন।

author-image
Poulami Samanta
New Update
123

নিজস্ব সংবাদদাতা : বর্ষায় খিদিরপুর- একবালপুরে জল জমার সমস্যা বহুদিনের। বর্ষা হলেই ডঃ সুধীর বোস রোড, ডেন্ট মিশন রোড, একবালপুর লেন, ভুকৈলাস রোড ও সংলগ্ন ডায়মন্ড হারবার রোডে জল জমে যায় ও সমস্যায় পড়তে হয়ে সাধারণ মানুষকে । তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও কলকাতার মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিমের উদ্যোগে একবালপুর লেনে প্রায় ৮২ কোটি টাকা ব্যয়ে নবাব আলী পার্কে গত বছর নভেম্বরে শুরু হয়েছিলো একটি পাম্পিং স্টেশন তৈরীর কাজ। এবছর বর্ষার আগেই চালু করার কথা ছিল এই পাম্পিং স্টেশন। ঈদের আগেই ২৮শে জুন, বুধবার থেকে এই পাম্পিং স্টেশন পরীক্ষামূলক ভাবে চালু হবে। ফলে এই বর্ষায় খিদিরপুর - একবালপুর অঞ্চল জল জমার থেকে মুক্ত হবে এমনটাই আশা করা যাচ্ছে। মেয়র পারিষদ শ্রী তারক সিং মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে এই পাম্পিং স্টেশনের কাজ যাতে দ্রুত শেষ করা যায় তার চেষ্টা করেছেন।