শনিবার কালীঘাটে বৈঠকে বসছেন মমতা-অভিষেক! তৈরি হবে ভোট স্ট্রাটেজি?

শনিবার বিকেলে কালীঘাটে বৈঠক করবেন মমতা এবং অভিষেক। রাজ্য তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি, নির্বাচনী কমিটির নেতাদেরও হাজির থাকতে বলা হয়েছে। অর্থাৎ এবার ভোট কৌশল নির্ধারণ করা হবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhimam

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার শেষ হচ্ছে পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্ব। আর তার পরেই দলের নির্বাচনী কমিটিকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি নির্বাচনী কমিটির নেতাদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ওই বৈঠকে।

শুক্রবার কাকদ্বীপে জনসংযোগ যাত্রার শেষে সভামঞ্চ থেকে পঞ্চায়েত ভোটের প্রচারের ঢাকে কাঠি দেবেন মমতা-অভিষেক। আর তারপর শনিবারে কালীঘাটে নির্বাচনী কমিটির বৈঠক করবেন দুজনেই। পঞ্চায়েত নির্বাচনে দলের কী কী করণীয় সেইসব কৌশল বাতলে দেবেন তাঁরা। প্রথমে জানা যায় যে শনিবার তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক হবে তৃণমূল ভবনে। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার জানা যায় যে মমতা-অভিষেকের উপস্থিতিতে বৈঠক হবে কালীঘাটেই।