এনসিপি-এসসিপি বিধায়ক রোহিত পাওয়ার কি বলেছেন?
নিজের রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের উপস্থাপনা পর্যালোচনায় যোগী
বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা কি বললেন?
দাতব্য কর্ম বিভাগের উপস্থাপনা নিয়ে বৈঠক যোগীর
দিলীপ ঘোষের বিয়ে! তবে তরজায় তরুণজ্যোতি কুণাল- কুণালকে কড়া জবাব তরুণজ্যোতি তিওয়ারির
শাসকদলের কাছে মেরুদণ্ড বন্ধক রাখা অপদার্থ কাপুরুষ- পশ্চিমবঙ্গ পুলিশকে এযাবৎ সবচেয়ে বড় নিশানা বঙ্গ নেতার- শুধু পড়ুন একবার
এর মধ্যে রাজনীতি খুঁজবেন না, দিলীপ ঘোষকে নিয়ে বড় ট্যুইট কুণালের- চলছে শোরগোল
হিংসা মামলার শুনানিতে রাজ্যের চাপ বাড়ছে ৪টি বিষয়ের ওপর, বলছেন আইনজীবী
ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও কি বলেছেন?

'বাম জমানার দীর্ঘ মেয়াদ, তৃণমূলের সময় হেভিওয়েটদের রাজ'! নিজের দলকে ফের খোঁচা কুণাল ঘোষের?

ফের কি লিখলেন এই নেতা?

author-image
Anusmita Bhattacharya
New Update
Kunal

নিজস্ব সংবাদদাতা: বিদ্যুত সরবরাহ করিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ২০২২ সালের সেই স্মৃতিচারণা করলেন তিনি আজ।

X হ্যান্ডেলে লেখেন, 4/12/22, প্রথম স্থানীয়রা নিয়ে গেল হলদিয়ার বিষ্ণুরামচক, সওতানচক গ্রামে। এত যুগ পরেও বিদ্যুত আসেনি। ওখান থেকেই ফোনে মন্ত্রী অরূপ বিশ্বাসকে বললাম।
1/1/23, রাতে প্রথম বিদ্যুতে আলো জ্বলল বাড়ি বাড়ি। এ এক অদ্ভুত তৃপ্তি। মাত্র কটা দিনে বাধার পাহাড় ভাঙা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। অরূপকে কৃতজ্ঞতা।
  এত যুগেও বিদ্যুৎ নেই? বাম জমানার দীর্ঘ মেয়াদ, তৃণমূলের সময় হেভিওয়েটদের রাজ। তবে বড় সমস্যা জমি বিতর্কে পোর্টের বাধা। তার মধ্যে কী কৌশলে ও গতিতে মূল লাইন থেকে এতটা দূরে বিদ্যুৎ এল, পরিকাঠামো হল, যথাসম্ভব সস্তায় মিটার বসল, বাড়ি বাড়ি আলো জ্বলল, সে এক অভিজ্ঞতা বটে। আজ তো গ্রামগুলির রাস্তাও আলো ঝলমলে।
  ফেস বুক মনে করালো, দুবছর আগে আজকের তারিখেই প্রথম ওখানে নিয়ে গিয়েছিল স্থানীয় যুবকরা।