তিলোত্তমায় জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা, সকালে ধর্মতলা বিকালে গড়িয়াহাট, স্তব্ধ জনজীবন

স্বাভাবিক ভাবেই সপ্তাহান্তে স্তব্ধ হল জনজীবন।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: আজ শহর জুড়ে ঘটে গেল জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা। সকালে ধর্মতলা চত্বরে পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর দুপুরে গড়িয়াহাট যশোদা ভবনে হঠাৎই আগুন লেগে যায়। 

আজ দুপুর ৩.০৫ নাগাদ হঠাৎ স্থানীয়রা দেখেন যশোদা ভবনের পিছনের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। তড়িঘড়ি দমকলে খবর দেয় তারা। বর্তমানে ঘটনা স্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন সক্রিয় রয়েছে এবং একটি ইঞ্জিন ব্যাকআপ-এ রয়েছে। তবে কি করে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

Fire

শহর কলকাতায় নতুন বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে পরপর দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সকালবেলা ধর্মতলা নিউমার্কেট এরপর এবার গড়িয়াহাট মোড়ের যশোদা ভবনে দেখা গেল আগুনের ঝলকানি। স্বাভাবিক ভাবেই সপ্তাহান্তে স্তব্ধ হল জনজীবন।  

Fire