‘বেআইনি’ তথ্য খুঁজে দেখতে সন্দীপ ঘোষের বাড়িতে আজ পুরসভার আধিকারিকরা

বাড়ির কোনও অংশ বেআইনি ভাবে নির্মিত কি না, তা খতিয়ে দেখছেন তারা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Dr. Sandip Ghosh with CBI

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে গেল কলকাতা পুরসভার আধিকারিকরা। ওই বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছিল গত ২৬ সেপ্টেম্বর। তার ভিত্তিতেই বাড়িটি খতিয়ে দেখতে পুরসভার একটি দল আজ গেল সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। এই মর্মে গত ২৬ তারিখই সন্দীপের বাড়িতে নোটিশ পাঠানো হয় পুরসভার পক্ষ থেকে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, বেলেঘাটার বদন রায় লেনে সন্দীপের যে চার তলা বাড়িটি রয়েছে, তার কিছু অংশ বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে। পুরসভার কাছে সেই মর্মে অভিযোগ জমা পড়েছে। তার পরেই তারা নড়েচড়ে বসেছে। 

sandip ghosh

গত ২৬ সেপ্টেম্বর কলকাতা পুরসভার তরফে সন্দীপের বাড়িতে নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয়, পুরসভার ইঞ্জিনিয়ার জীবন দাস এবং কিরণ মণ্ডল ৩০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সন্দীপের বাড়িতে যাবেন। তারা সঙ্গে অন্য সহকারী এবং কর্মচারীদেরও নিয়ে যাবেন। আর আজ সেই নির্দেশ মাফিকই দুপুর ১২টার কিছু পরে পুরসভার কয়েকজন কর্মী ওই চার তলা বাড়িটি খুঁটিয়ে পরীক্ষা করে দেখতে তাঁদের বাড়ি পৌঁছে যান। বাড়ির কোনও অংশ বেআইনি ভাবে নির্মিত কি না, তা খতিয়ে দেখছেন তারা। তারপর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষ। 

Adddd