নিজস্ব সংবাদদাতা : সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের জামিন হওয়ার পর সিনিয়র ডক্টরস সংগঠন 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস' (JPDO) রাজ্য সরকারের কাছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করার দাবি জানিয়েছে। সংগঠনটির মতে, রাজ্য সরকারের পক্ষ থেকে এনওসি (নো অবজেকশন সাটিফিকেট) প্রদান করে দ্রুত এই চার্জশিট জমা দেওয়া প্রয়োজন।
এছাড়া, সংগঠনটি জানায় যে, তাদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া না হলে, তারা ১৭ থেকে ২৬ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এক সপ্তাহব্যাপী ধর্ণায় বসার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির জন্য পুলিশ কমিশনারের অনুমতি চেয়ে তারা ইতিমধ্যে একটি ইমেইল পাঠিয়েছে।
এমন এক পরিস্থিতিতে, ডক্টরস সংগঠনটি আশা করছে, রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং তারা সেবা প্রদান অব্যাহত রাখতে পারেন।