নষ্ট হবে 'সাম্প্রদায়িক সম্প্রীতি' ! যাদবপুর ইউনিভার্সিটিতে মিললো না রাম নবমী পালনের অনুমতি

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে ?

author-image
Debjit Biswas
New Update
Jadavpur University

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। কার্যত এই অজুহাত দেখিয়েই এই বছরেও রাম নবমী পালনের অনুমতি মিললো না যাদবপুর ইউনিভার্সিটিতে। আজ এই বিষয়েই একটি নোটিশ জারি করা হয় যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে। সেখানে বলা হয় যে, গত বছরের ন্যায় এই বছরেও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে রাম নবমী পালনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

JU RAM NAVAMI

মূলত এই বিশ্ববিদ্যালয়ের 'সৌহার্য্য ও সম্প্রীতির পরিবেশ' বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে। পাশাপাশি শিক্ষার্থীদের এমন কোনও কাজ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যারফলে ক্যাম্পাসের পঠন-পাঠনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়।