নিজস্ব সংবাদদাতা : বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। কার্যত এই অজুহাত দেখিয়েই এই বছরেও রাম নবমী পালনের অনুমতি মিললো না যাদবপুর ইউনিভার্সিটিতে। আজ এই বিষয়েই একটি নোটিশ জারি করা হয় যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে। সেখানে বলা হয় যে, গত বছরের ন্যায় এই বছরেও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে রাম নবমী পালনের অনুমতি দেওয়া সম্ভব নয়।
/anm-bengali/media/media_files/2025/04/04/q2ovrxz67uultAj8d5TB.jpeg)
মূলত এই বিশ্ববিদ্যালয়ের 'সৌহার্য্য ও সম্প্রীতির পরিবেশ' বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে। পাশাপাশি শিক্ষার্থীদের এমন কোনও কাজ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যারফলে ক্যাম্পাসের পঠন-পাঠনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়।