'যেখানেই আমি যাই, যে পোশাকই আমি পরি, না মানে না, হ্যাঁ মানে হ্যাঁ'- ভাইরাল মেয়েদের অভিনব প্রতিবাদ

ভাইরাল হল এই প্রতিবাদ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
rape3girl

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডে এখন দেশজুড়ে দিকে দিকে শুধুই প্রতিবাদ আর মিছিল। মেয়েদের সাথে তাল মিলিয়েছে পুরুষরা। নেই বয়সের কোনও সীমা। 

R G Kar Incident

স্বাধীনতার আগের রাতে অর্থাৎ ১৪ আগস্ট এই প্রতিবাদ প্রথম শুরু হয়েছিল কলকাতায়। তারপর সেই আঁচ ছড়িয়ে পড়েছে দেশে। 

Kolkata women to stage all-night protest against the RG Kar hospital crime  | Bengali Movie News - Times of India

এর মধ্যেই একটি অন্য ধরনের প্রতিবাদের ছবি ভাইরাল হল। একটি মেয়েকে বলতে শোনা যাচ্ছে 'যেখানেই আমি যাই, যে পোশাকে পরি, হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না'।

v