নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভার চেয়ার এবার হাতছাড়া হতে চলেছে মেয়র ফিরহাদ হাকিমের। সূত্র মারফত জানা গিয়েছে যে, ফিরহাদের জায়গায় আসতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।
/anm-bengali/media/post_attachments/0d1e4b190333e90f2a990f78d1625443f8afc6ed5e5259ac3df81ca94d168b6b.jpg)
এ ক্ষেত্রে প্রসঙ্গত যে, গত ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি মেয়রের দায়িত্বে ছিলেন। এবার আবার সেই দায়িত্ব নিতে চলেছেন তিনি।
/anm-bengali/media/post_attachments/07b3f841ff7570b61ec96aec10823f17bd12b07b2cc1694314fef1c730f47753.jpg)
সূত্র মারফত জানা গিয়েছ যে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবী করেছেন যে, '' ববি হাকিমকে মেয়র পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে। আমার কাছ থেকে শুনে নিন। ''
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)