নিজস্ব সংবাদদাতাঃ মকর, ধনু এবং মীন রাশির রাশিফল জানুন-
মকর: সূর্যের গোচরের ফলে মেষ রাশির ব্যক্তিত্বদের জীবনে বিপুল পরিমাণ লাভ আসতে চলেছে। এঁদের জীবনে বড়সড় কিছু বদল দেখা যাবে। পদোন্নতির যোগ রয়েছে। সরকারি কর্মীদের জীবনে বড়সড় লাভ হবে। প্রাইভেট সেক্টরে যাঁরা আছেন, তাঁরা উচ্চ পর্যায়ে পাবেন লাভ। পড়ুয়াদের জন্য ভালো সময়।
/anm-bengali/media/media_files/32hTYGxXoeGfXObUaded.jpg)
ধনু: সূর্যের গোচর হতে চলেছে কর্কট রাশিতে। আর এই গোচরের শুভ পরিণাম আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। স্বাস্থ্য সম্পর্কিত নানান চিন্তা থেকে মুক্তি পাবেন। চাকরি বদল নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। দাম্পত্য প্রেম এগিয়ে যেতে শুরু করবে।
মীন: সূর্যের গোচরে তুলা রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বেতন বৃদ্ধির মতো ইতিবাচক দিক এই সময় দেখতে পাবেন। আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে। পরিবারের সঙ্গে সদস্যদের মধুর সম্পর্ক দেখা যাবে। ইতিবাচক বদল হবে।