করোনার চোখরাঙানির মাঝে স্বস্তির খবর দিল ডেঙ্গি

দৈনন্দিন রক্ত পরীক্ষাই জানিয়ে দেবে রোগীর শরীরের উন্নতি-অবনতির ফারাক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
111

File Picture

নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গি মোকাবিলায় এবার আশার আলো। এবার থেকে বিশেষ পদ্ধতিতে দৈনন্দিন রক্ত পরীক্ষাই জানিয়ে দেবে রোগীর শরীরের উন্নতি-অবনতির ফারাক। আইআইটিতে বম্বে-র সহযোগিতায় ডেঙ্গি পরীক্ষার অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন কলকাতা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক অরুণাংশ তালুকদার।

তাঁর দাবি, দৈনিক ভিত্তিতে বায়ো-মার্কার টেস্টই বলে দেবে ডেঙ্গি আক্রান্তের পক্ষে প্রতিদিন সংক্রমণ কতোটা বিপজ্জনক হতে যাচ্ছে বা শারীরিক অবস্থার কতটা উন্নতি হচ্ছে। ২ বছর আগে ডেঙ্গি পরীক্ষার এই নতুন আবিষ্কার হয়। ২০১৯-এ আবেদন করে দিনকয়েক আগে মিলেছে পেটেন্ট। আর এতে ডেঙ্গি চিকিৎসায় মিলবে বিশেষ সাফল্য।

hiren