শীতের শুরু হতেই রাজ্যে দাপট শুরু ডেঙ্গির, একসাথে মৃত্যু ৩ জনের

এরই মধ্যে আরও ভয় বাড়িয়েছে, চিকুনগুনিয়াও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
11

File Picture

নিজস্ব সংবাদদাতা: হালকা ঠান্ডার আমেজ ইতিমধ্যেই লাগতে শুরু করেছে। তারই মধ্যে মশাবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেশ বাড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তবে এবার শুধু ডেঙ্গি নয়, দোসর হয়েছে চিকুনগুনিয়াও। কেউ আবার একসঙ্গে দুটি রোগে কাবু হচ্ছেন। 

জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার। যদিও স্বাস্থ্য দফতরের তরফে সরকারি ভাবে কোনও পরিসংখ্যান মেলেনি। একই সাথে মেলেনি মৃত্যুর সঠিক পরিসংখ্যানও। বেসরকারি সূত্রে খবর, চলতি মাসে ৫-৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এর মধ্যে একই দিনে একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছে। যাদের ডেথ সার্টিফিকেটে স্পষ্ট ভাবে উল্লেখ আছে, তিনজনের মৃত্যুই হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে।

ass

এরই মধ্যে আরও ভয় বাড়িয়েছে, চিকুনগুনিয়াও। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, রোগী ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় একসাথে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গি ও চিকুনগুনিয়া -  দুটি রোগেরই বাহক এডিস মশা। যতক্ষণ পর্যন্ত না জাঁকিয়ে শীত পড়ছে, তত ক্ষণ মশাবাহিত এই দুই রোগের প্রকোপ অব্যাহত থাকবে।  

dengue india.jpg