নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনায় জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড নিয়ে পুলিশ কমিশনের কাছে ডেপুটেশন জমা দিয়ে এসে ছিলেন। এবার তাদের অনুকরণ করেই কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা প্রতীকী মেরুদণ্ড নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/109edb44-ee4.png)
তাদের দাবী যে, ' সরকারের মেরুদণ্ড ভেঙে পড়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তাদের প্রতি বঞ্চনা করেছেন। মেয়র সোশ্যাল মিডিয়াতে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে অপমান করেছেন। '
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/03/fh8.jpg)
তারা আরও দাবী করেছেন যে, ' বেআইনি নির্মাণ, সিণ্ডিকেটের কাছে সরকার বিকিয়ে গিয়েছে। কিন্তু সব কিছুর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারদের ওপরে। ' এটি আমরা মানব না।
/anm-bengali/media/post_attachments/eb01ef0b2d725af644949051b15241629580ccf82aa4fcd1875f208d232070bf.jpg)