নিজস্ব সংবাদদাতা: আশঙ্কাই সত্যি হল। দিল্লিকে হারিয়ে দিল আমাদের তিলোত্তমা। দূষণের মাত্রা এতোটাই ছাপিয়ে গেল যে দিল্লিও পিছনে পড়ে গেল। শুধু বিপদের মুখে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা রবীন্দ্র সরোবরই যে আছে তা নয়, সবচেয়ে বেশি ভয় ধরিয়েছে দুর্গাপুর। আজ দুর্গাপুরের AQI লেভেল ৩৯৭। যেখানে দিল্লির AQI লেভেল ৩৮২। এমনকি কলকাতার AQI লেভেলও রাজধানীকে ছাপিয়ে গেছে। কলকাতার শহরতলির AQI লেভেল ৩৮৭। রবীন্দ্র সরোবরের মতো অরণ্যে ঘেরা এলাকাতেও আজ AQI লেভেল ৩৮৮। অর্থাৎ কলকাতার চিত্র যে সঙ্কটজনক তা নিয়ে কোনও সন্দেহ নেই।
গতকাল থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মর্নিং ওয়াক প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেই সতর্ক করা হচ্ছে এই দূষিত পরিবেশে না বেরনোয় ভালো। ভয়ংকর রোগে আক্রান্ত হতে পারেন পথচলতি মানুষ! কারণ দিন দিন দূষণের কোপে পড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্র সরোবর! ভিক্টোরিয়া মেমোরিয়ালে মর্নিং ওয়াক করা মোটেই সুরক্ষিত নয় বলছে পরিবেশ আদালত।
প্রসঙ্গত ২০০৭ সালের আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের লনে মর্নিং ওয়াকের ক্ষেত্রে ছিল নিষেধাজ্ঞা। এমনকি গাড়ি পার্কিং সংক্রান্ত ক্ষেত্রেও পাওয়া যেত না ছাড়পত্র। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দুই ঘন্টার জন্য ভিক্টোরিয়ায় সকাল শুরু করতে পারেন আরাম প্রিয় বাঙালি। গাড়ির ধোঁয়া এবং যান্ত্রিক গতিময়তায় স্মৃতিসৌধের ক্ষতি হচ্ছে এমনটাও জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। তবে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, কলকাতা জুড়েই দূষণের মাত্রা অত্যন্ত ভয়ঙ্কর। শেষ কয়েকটা দিন ধরেই কলকাতা ও কলকাতার শহরতলি এলাকার AQI লেভেল ৩০০-র ঘরেই রয়েছে। কোথাও কোথাও সেই মাত্রা ৩৭০ পর্যন্ত উঠে যাচ্ছে। আর এবার তো সেই মাত্রা ৪০০-র ঘর ছুঁই ছুঁই।