বিজেপিকে আক্রমণে দেবাংশু

'বাংলায় হলে মুখ্যমন্ত্রীকে দোষারোপ, আর গুজরাতে হলে দুর্ঘটনা?', বললেন দেবাংশু।

author-image
Jaita Chowdhury
New Update
c

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: গুজরাতে (Gujrat) বেআইনি বাজির গুদামে বিস্ফোরণ বিজেপিকে (Bjp) আক্রমণে তৃণমূল (Tmc)। ঘটনায় মৃত্যুমিছিল নিয়ে বিজেপিকে আক্রমণে দেবাংশু ভট্টাচার্জের। তিনি আরও বলেন, বাংলার ক্ষেত্রে আইনশৃঙ্খলার ব্যর্থতা, গুজরাতের বেলায় দুর্ঘটনা ! বিজেপি নেতাদের নজর কি শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই থাকবে? নাকি গুজরাতের দিকেও নজর থাকবে বিজেপি নেতাদের?বাংলায় হলে মুখ্যমন্ত্রীকে দোষারোপ, আর গুজরাতে হলে দুর্ঘটনা? 

Debangshu