নিজস্ব সংবাদদাতা: সম্পূর্ণ বন্ধ হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো সার্ভিস। গ্রিন লাইন ১ এবং ২ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। প্রথমে ঠিক হয়েছিল ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। কিন্তু এখন শহরে বইমেলা চলছে। মাধ্যমিক পরীক্ষাও আছে। তাই পরে সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয়।
তাই, আপাতত ঠিক করা হয় যে দুই ভাগে কমপ্লিট শাট ডাউন করা হবে। প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি সম্পূর্ণ বন্ধ রাখা হবে ইস্ট ওয়েস্ট মেট্রো, পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ফের বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। পরে আবার কাজ অনুযায়ী মার্চ মাসে পরিষেবা বন্ধ রাখার নির্ঘণ্ট জানিয়ে দেবে মেট্রো।