নিজস্ব সংবাদদাতাঃ তৃতীয়বার মোদী সরকার গঠনের পর বাজেট পেশ হওয়ার আগে বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই কমে গিয়েছিল। এবার বাজেটের পর ফের বাড়তে চলেছে গ্যাসের দাম। প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ করা হয়। জানা গিয়েছে, ১ আগস্ট অর্থাৎ আজ থেকে নিয়ম মেনে নতুন দামে বিক্রি হবে রান্নার গ্যাস।
সূত্রে খবর, বাড়িতে ব্যবহৃত গ্যাস অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে সাড়ে ৮ টাকা। অর্থাৎ কলকাতায় যে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৭৬৪ টাকা ৫০ পয়সা ছিল, সেটাই এবার বেড়ে হল ১৭৭৩ টাকা।