নিজস্ব সংবাদদাতা: ধনধান্য অডিটোরিয়ামে জুনিয়র ও সিনিয়র ডাক্তার এবং চিকিৎসা বিষয়ক পড়ুয়াদের নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "৪ লক্ষ ৮২ হাজার টেলি মেডিসিনের সেবা দেওয়া হয়েছে। আপনাদের কোনও রাজনৈতিক রঙ নেই। ৫০০০ প্যারা মেডিকেল স্টাফ নিয়োগ হয়েছে। আরো হলে ভালো হতো। ডাক্তারির আসন বেড়েছে ৪৩৪৫টি। ২৬০০০ নার্সিং স্টাফের সিট বেড়েছে। আমার ১ লক্ষ চাকরি আছে নিয়োগ হচ্ছে না কারণ ওবিসি নিয়ে মামলা চলছে"।