নিজস্ব সংবাদদাতা: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়। শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে CBI। আদালতে সিবিআই জানায়, সাক্ষ্যদের বয়ান, জৈবিক নমুনার ফলাফল, সিসিটিভির ফুটেজে আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের প্রত্যক্ষ যোগের প্রমাণ পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, শিয়ালদা আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন করে CBI। এদিন আদালতে বিরলতম তম অপরাধ করেছে সঞ্জয় রায় বলে দাবি করে CBI। তার সর্বোচ্চ শাস্তির সওয়াল করে সিবিআই। এদিন আদালতে সওয়ালে সিবিআই জানায়, 'অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক। '
ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। দুই মাসে ৫০ জনের জবানবন্দিও নেওয়া হয়েছে । তার ভিত্তিতেই এই ফাইনাল ক্লোজিং জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি। ঘটনায় চার জানুয়ারি সঞ্জয় রায়ের আইনজীবীকে ফাইনাল ক্লোজিং দেওয়ার জন্য আদালতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার সাজা ঘোষণা হতে পারে।