নিজস্ব সংবাদদাতা : গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস (টিএমসি) সাংসদ সাকেত গোখলেকে জানিয়েছিলেন যে "সিবিআই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নয়"। আর এবার অমিত শাহের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় টিএমসি সাংসদ সৌগত রায় বলেন, "আমি জানি যে সিবিআই প্রধানমন্ত্রীর অধীনে পড়ে। কিন্তু এতে কী বিশেষ পার্থক্য আছে ? দুটোই তো কেন্দ্রীয় সরকারেরই অংশ।"
/anm-bengali/media/media_files/i85BhsZPZnE9cIY3lWxC.png)
সিবিআই-এর নিরপেক্ষতা ও সিবিআই-এর উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। টিএমসি বরাবরই অভিযোগ করে এসেছে যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।