'...১ ঘণ্টা চলতে দেব না কোনও গাড়ি', এবার রাজ্যজুড়ে বিরাট ডাক বিজেপির

আরজি কর ইস্যুতে উত্তাল পশ্চিমবঙ্গ।

author-image
Aniruddha Chakraborty
New Update
sukanta majumder a2.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করল বিজেপি। শ্যামবাজারের পর এবার ধর্মতলায় ধর্না কর্মসূচির ঘোষণা করলেন সুকান্ত মজুমদাররা। সুকান্ত মজুমদার জানান, আগামী ২৮ অগস্ট থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন তাঁরা। সুকান্ত বলেন, 'মুখ্যমন্ত্রী না পদত্যাগ করা পর্যন্ত ধর্মতলায় ধর্না চলবে।' এছাড়া, ২৮ অগস্ট মহিলা কমিশনের অফিসে দুপুর ২টো নাগাদ তালা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ২৯ অগস্ট সব জেলার জেলাশাসকের কার্যালয় ঘেরাও হবে।

তিনি আরও জানান, ২ সেপ্টেম্বর রাজ্যের প্রত্যেকটি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ করবেন বিজেপির কর্মীরা। ৪ঠা সেপ্টেম্বর প্রত্যেকটি মণ্ডলে এক ঘণ্টা 'চাক্কাজ্যাম' কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজ্য স্তব্ধ হবে। এই এক ঘণ্টা বিজেপি একটি গাড়িও চলতে দেবে না।