নিজস্ব সংবাদদাতা: এবার তৃণমূল বিরোধী বঙ্গনেতা অনুপম হাজরা ফের একটি ফেসবুক পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন।
তিনি পোস্ট করে বলেছেন, "লক্ষী মেয়েদের নামের মধ্যে... দুটো M তিনটে A এবং একটি T থাকে"। কার কথা বলছেন তিনি, তাই নিয়েই প্রশ্ন উঠছে। এটাকি খোঁচা ছিল? সেই বিষয়েও উঠছে প্রশ্ন।