BREAKING: ওয়াকফ সংশোধনী বিলের নতুন নাম! জেনে নিন সেই নাম
চাকরি হারিয়েই গেল চাকরিপ্রাপকদের! এখন হাহাকার ছাড়া আর কিছু নেই
প্রায় ২৬,০০০ স্কুল শিক্ষকের নিয়োগ বাতিল! দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দেওয়া হল
BREAKING: অনিল আম্বানি, অনুরোধ প্রত্যাখ্যান! হাইকোর্টে খেলেন বড় ধাক্কা
মার্কিন কোম্পানির জন্য ভারতীয় বাজারে প্রবেশ কঠিন হচ্ছে - দুই দেশের বাণিজ্যে টানাপোড়েন
শুল্ক বসিয়ে আমেরিকাকে ‘মহান’ করতে চান ট্রাম্প, কিন্তু কী হবে পরিণতি? কি বলল ট্রাম্প? জানুন
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ : ৫৪% শুল্কে কে জিতবে, কে হারবে?
SSC BREAKING: প্রায় ২৬০০০ পদে নতুন করে পরীক্ষা!
হাওড়ায় রাম নবমী শোভাযাত্রা নিয়ে বিতর্ক, অনুমতি দিল না পুলিশ

ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা লোকাতে তথ্যের হেরফের করছে সরকার! প্রমাণ দিলেন অগ্নিমিত্রা পাল

অগ্নিমিত্রা পাল বলেন, "জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের কারণে বিনা চিকিৎসায় মৃত রোগীর তালিকা প্রস্তুত করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে বেসরকারি হাসপাতালে মৃতের নাম নথিভুক্ত করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
agnimitraaa

নিজস্ব সংবাদদাতা: বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল টুইট করে বলেন, "জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের  কারণে  বিনা চিকিৎসায় মৃত রোগীর তালিকা প্রস্তুত করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে দেখানো হয়েছে, বাঁকুড়ায় একটি নার্সিংহোমে মারা যাওয়া শিবু মালাকারের নাম। এমনকি পরিবার ও হাসপাতাল তার মৃত্যুতে কোনো অবহেলা বা প্রতিবাদ জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। জুনিয়র ডাক্তারদের অপমান করার জন্য তথ্যের এই স্পষ্ট হেরফের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মিথ্যাচারের আরেকটি উদাহরণ। এটি একটি ভেঙে পড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য দায়ী স্থানান্তর করার একটি নির্লজ্জ প্রচেষ্টা।"

জানা যায় শিবু মালাকারের ১১ আগস্ট সিভিয়ার ব্রেন স্ট্রোক হয়। তখন তাঁকে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। সেখানে গত ১৬ অগস্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন শিবু।  কিন্তু সুস্থ হওয়ার পর তাঁকে ছুটি দেওয়া হয়। বাড়িতে কয়েকদিন থাকার পরেই তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে শিবু মালাকারের মৃত্যুর কোনও যোগ নেই তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে পরিবারের তরফে।

 tamacha4.jpeg