নিজস্ব সংবাদদাতা: বুধবারই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে। যে চার্জশিটে কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষের নামের পাশাপাশি নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও পরিচয় দেওয়া নেই। শুধু নামেই পড়ে যায় শোরগোল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পর্যন্ত এই প্রসঙ্গে বিবৃতি প্রকাশ করেন। আর এবার তৃণমূলের মেগা সমাবেশ থেকে সেই নিয়ে মন্তব্য করলেন তৃণমূলের যুবরাজ।
/anm-bengali/media/media_files/hhHbeo86IRCkPZXoskxo.png)
এদিন ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “২৮ পাতার চার্জশিটের মধ্যে ২ জায়গায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম। ভাববাচ্যে কথা বলছে সিবিআই, ওঁদের এই ভয় পাওয়াটা ভালো লাগছে। ২০২০ সালে বলেছিলাম আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনও ভুল হয়েছে বা কোনও দুর্নীতি হয়েছে। কেউ দশ পয়সা তুলেছে আমার নামে, তাহলে চার্জশিট লাগবে না। সমন দিয়ে ডাকতেও হবে না। ফাঁসির মঞ্চ করুন মৃত্যু বরণ করব। আজও একই কথা বলব। প্রমাণ থাকলে একই ব্যবস্থা করুন আমার জন্যে”। তবে এদিন এই সিবিআই প্রসঙ্গ তুলে বিজেপিকেই তুলোধোনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/J4Gastv6cOx4yu6UUV6v.jpg)