নিজস্ব সংবাদদাতা: ফের বলিউড অভিনেতা আমির খানের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার চরম কটাক্ষের পোস্ট করলেন অনুপম হাজরা। তিনি বাংলা থেকে পাত্রীর খোঁজ দিয়েছেন।
/anm-bengali/media/media_files/4VX2tR8Vo3f5rUcTOW5V.jpg)
তিনি বলেছেন, "বলছিলাম আমাদের পশ্চিমবঙ্গে একজন আছেন... গায়ের রং ফর্সা, উচ্চশিক্ষিত (যেহেতু দাবি করেন PhD করেছেন), অভিনয়ে আপনার মতোই পারদর্শী... ...বয়স টা Just একটু বেশি হতে পারে, ওই মোটামুটি ১০ বছর.... বিয়ে করে নিয়ে গেলে, গোটা পশ্চিমবঙ্গ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে..."।
/anm-bengali/media/media_files/BvUWQMOTItRbWamNi7ii.jpg)
তার এই পোস্টে তিনি কাকে বোঝাতে চাইছেন, তা নিয়ে শোরগোল শুরু হয়েছে।