কসবা কান্দে নয়া মোড়! মামা-মামির সঙ্গে বিবাদই কারণ?

ট্যাংরা কাণ্ডের রেশ কাটেনি এখনও। দিনে দিনে সামনে আসছে রহস্য-মৃত্যুর কারণ। তার মাঝেই একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার কসবার হালতুতে। ঘনাচ্ছে রহস্য।

author-image
Jaita Chowdhury
New Update
haltu suicide

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  ট্যাংরা কাণ্ডের (Tangra Incident) তদন্ত চলছে এখনও। ঘটনার রেশ কাটতে না কাটতেই, একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার কসবার হালতুতে। হালতুর পূর্বপল্লী এলাকার একটি বাড়ির একতলা থেকে মঙ্গলবার তিন জনের দেহ উদ্ধার হয়। ওই বাড়িতে সপরিবারে থাকতেন মৃত সোমনাথ রায় (৪০)।  মঙ্গলবার এই তিন জনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

ঘটনায় সুমিত্রার (সোমনাথের স্ত্রী) পরিবার তাঁর স্বামীর আত্মীয়দের দিকে সন্দেহের আঙুল তুলেছে। তাঁদের দাবি, সম্পত্তি নিয়ে বিবাদ, মানসিক অশান্তিই এই চরম সিদ্ধান্ত গ্রহণের পিছনে মূল কারণ। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর আটক সোমনাথের মামা-মাসি-মামি। 

প্রতিবেশীরা জানিয়েছেন, পেশায় অটো চালক সোমনাথ রায় আর্থিক কষ্টে ভুগছিলেন। বাড়ির সামনে বেড়েছিল পাওনাদারদের আনাগোনা। আগে তাঁর একাধিক গাড়ি ছিল, কিন্তু সম্প্রতি সেসব বেচে এখন একটা নতুন অটো কিনেছে, সেটাই সে এখন সে চালাতো। দেনা থেকে মুক্তি পেতেই আত্মহননের পথ বেছে নিল পরিবার? চলছে তদন্ত। 

dead