পিকনিকে শূন্যে গুলি চালিয়ে ‘উল্লাস’, নৈহাটিতে গ্রেফতার ২

ঘটনাস্থলে পুলিশ এলে তদন্ত শুরু হয়। জানা যায়, এক রাউন্ড গুলি চালানো হয়েছে। এবং গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই সুরজিৎ হালদার ও প্রদীপ বর্মন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

author-image
Jaita Chowdhury
New Update
gunfire

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মালদার (Malda) পর এবার নৈহাটি (Naihati)। মালদার মানিকচকে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল শূন্যে গুলি ছুঁড়ে। এবার শিরোনামে নৈহাটি। বেনজির পিকনিকের উল্লাস। শূন্যে গুলি ছুঁড়েই আনন্দ! 

ঘটনাটি ঘটেছে নৈহাটির শিবদাসপুর থানার ভবাগাছি এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন ওই এলাকায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পিকনিক চলছিল। আচমকা স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ পান। আওয়াজ শুনে ছুটে আসেন তারা। খবর দেওয়া হয় পুলিশকে। 

ঘটনাস্থলে পুলিশ এলে তদন্ত শুরু হয়। জানা যায়, এক রাউন্ড গুলি চালানো হয়েছে। এবং গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই সুরজিৎ হালদার ও প্রদীপ বর্মন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।