নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে এবার মহিলাদের জন্য এল সুখবর। সূত্র মারফত জানা গিয়েছে যে, রাজ্যে বিরাট কর্মসংস্থান তৈরির বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। বিধানসভায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নেওয়া হবে রাজ্যে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/04/1223_Lakshmi_Bhandar.jpg)
এই দুই পদে ৩২ হাজার ৬৫৯ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ১২,০২৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। একইভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে ২০,৬৩১ জনকে। এই নিয়ে জেলায় জেলায় নির্দেশিকা জারি করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/90925c2cd701de07d29b11560163f8b7f8e8f692112449bc08395f0be6f86371.jpg?size=948:533)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি বাদ দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)