নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের মধ্যে নেদারল্যান্ডস সফরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তা জনিত উদ্বেগের কথা উল্লেখ করে নেদারল্যান্ডস সরকারের একজন মুখপাত্র জেলেনস্কির সফর সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেলেনস্কি তার সফরকালে 'ইউক্রেনের জন্য ন্যায়বিচার ছাড়া শান্তি নয়' শিরোনামে একটি ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও দেশটির পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
জেলেনস্কি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত পরিদর্শন করবেন, যেখানে ইউক্রেন আক্রমণের সময় সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত চলছে।
ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে শিশুদের রাশিয়ায় ফেরত পাঠানোর সঙ্গে জড়িত যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্টের শিশু কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।