নিজস্ব সংবাদদাতা: ফের হত্যার চেষ্টা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, রবিবার গুলি চলেছে ফ্লোরিডায় তাঁর গল্ফ ক্লাবের কাছেই। তবে ট্রাম্প নিরাপদেই রয়েছেন।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই জানিয়েছে, তারা এই ঘটনাটিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসেবেই বিবেচনা করছে এবং এই ঘটনার তদন্ত করছে। সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু পরে তাঁকে গ্রেফতার করে মার্কিন পুলিশ।
President Trump is safe following gunshots in his vicinity. No further details at this time: Steven Cheung, Trump Campaign Communications Director pic.twitter.com/2dn54O6mlE
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রাউথ, বয়স ৫৮ বছর। কেন সে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ঘোরাফেরা করছিল, তা এখনও জানা যায়নি।
"SHOTS FIRED at Trump Golf Course in West Palm Beach, Florida. An AK-47 was discovered in the bushes, per local law enforcement. The Trump campaign has released a statement confirming former President Trump is safe. A suspect has reportedly been apprehended." tweets Donald Trump… https://t.co/cKNW3fGMndpic.twitter.com/xj0oZoeDHK
ট্রাম্পের ওপর এই হামলার খবর পেতেই তাঁর জন্যে চিন্তা প্রকাশ করেন কমলা হ্যারিস এবং প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। দুজনেই পরে তাঁর খোঁজ নিয়েছেন। দুজনেই টুইটারে লিখেছেন,
I have been briefed on reports of gunshots fired near former President Trump and his property in Florida, and I am glad he is safe. Violence has no place in America: Vice President Kamala Harris https://t.co/cKNW3fGMndpic.twitter.com/CN6Ln7nLVX
I have been briefed by my team regarding what federal law enforcement is investigating as a possible assassination attempt of former President Trump today. A suspect is in custody, and I commend the work of the Secret Service and their law enforcement partners for their vigilance… pic.twitter.com/na9UmJkEAe