নিজস্ব সংবাদদাতা: উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। ঘটনায় এক ধর্মীয় গুরু সহ ছয় জন নিহত হয়েছেন। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের আকোরা খাট্টাক শহরের মসজিদে হামলা হয়। শুক্রবারের নামাজ শেষ হওয়ার পরেই এই হামলা হয় বলে জানা গিয়েছে। ধর্মীয় রাজনৈতিক দল জমিয়ত উলেমা ইসলাম-সামির নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানি তালিবান জঙ্গি গোষ্ঠী এর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।