‘পুলিশ ও রাজ্য সরকার এখনও নীরব’, অভিযোগ জানালেন অধীর চৌধুরী
মুর্শিদাবাদকে শান্ত করার কৌশল জানালেন যোগী আদিত্যনাথ! কী বললেন তিনি
'শোকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা'! নতুন করে বিতর্কে ইউসুফ পাঠান
আনন্দ-উৎসবে রাম মন্দিরে আতঙ্ক, বোমাতঙ্ক মন্দির প্রাঙ্গণে
পদ্মার পাড়ে বসে কবিতা লিখবেন! মুর্শিদাবাস ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর
ওয়াকফ আইন বিরোধী হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন মহম্মদ সেলিম
হাঁড়িতে ভাত ফুটছিল, তখনই হামলা... মালদার ত্রাণ শিবিরে আতঙ্কে দিন কাটছে বেতবনা গ্রামের বাসিন্দাদের
রাষ্ট্রপতি শাসন জারি হোক পশ্চিমবঙ্গে ! এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনায় গর্জে উঠলেন হেভিওয়েট সাংসদ
ঠিক কাজ করছেন প্রধানমন্ত্রী ! এবার ওয়াকফ আইনকে সমর্থন জানালেন সৈয়দ নাসেরুদ্দিন চিশতি

বালোচ সমাজকর্মী গ্রেফতারে উত্তেজনা পাকিস্তান জুড়ে! করাচিতে জারি ১৪৪ ধারা

বালোচ সমাজকর্মী গ্রেফতারে করাচিতে ১৪৪ ধারা জারি।

author-image
Tamalika Chakraborty
New Update
baloch activist

নিজস্ব সংবাদদাতা: শনিবার বালোচিস্তানের সমাজকর্মী মেহেরাং বালোচকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। এর প্রতিবাদে ‘বালোচ ইয়াকঝেটি কমিটি’ (BYC) সোমবার করাচিতে বিক্ষোভের ডাক দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করাচির কমিশনার শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেন।


ইদের আগে করাচিতে এই বিধিনিষেধ জারির ফলে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। করাচির দক্ষিণ জোনের ডিআইজি সইদ আসাদ রাজার সুপারিশে ১৪৪ ধারা কার্যকর করা হয়, যার ফলে বিক্ষোভ, মিছিল, অবস্থান, কিংবা পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

BYC-এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় করাচি প্রেস ক্লাব থেকে বিক্ষোভ শুরু হওয়ার কথা ছিল। বিক্ষোভকারীদের দাবি, মেহেরাংকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে।

মেহেরাং বালোচের গ্রেফতারির ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সম্প্রতি পাকিস্তানের কোয়েটায় এক ট্রেন অপহরণ করে বালোচ বিদ্রোহীরা। ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন, যদিও পরে পাকিস্তান সেনাবাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযান চালায়।

pakistan poliice

এর আগে, কোয়েটার শরিব রোডে জোরপূর্বক গুমের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন মেহেরাংসহ ১৬ জন সমাজকর্মী। তখনই তাঁদের ক্যাম্প থেকে তুলে নিয়ে যায় পাকিস্তান পুলিশ।


ব্রিটেনে ‘বালোচ ন্যাশনাল মুভমেন্ট ইউনাইটেড কিংডম’ সদস্যরা ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে। পাশাপাশি, ‘বালোচ হিউম্যান রাইটস কাউন্সিল’ জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে পাকিস্তান সরকারের কাছে নিঃশর্তভাবে মেহেরাং বালোচ ও আটককৃতদের মুক্তির আহ্বান জানানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করাচিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।