নিজস্ব সংবাদদাতা: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা-পর্যালোচনার মধ্যেই ইউক্রেনকে (Ukrine) লক্ষ্য করে ফের হামলা রাশিয়ার (Russia)৷ শুক্রবার রাতে ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে ড্রোন হামলা চালায় রাশিয়া ৷ হামলায় অন্তত ৩ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্য়া ১৪ জন ৷
/anm-bengali/media/media_files/npcMiX7XmnwVWaBvA7PD.jpeg)
স্থানীয় পুলিশ সূত্রে খবর, এদিন রাতে জাপোরিঝিয়ায় ১২টি ড্রোন উৎক্ষেপন করা হয়েছে রাশিয়ার তরফে ৷ আঞ্চলিক প্রধান ইভান ফেডোরোভ জানান, ড্রোন হামলায় এলাকার একাধিক বসত বাড়ি, গাড়ি ও একাধিক দোকানে আগুন লেগে যায় ৷ আগুন নিভে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও উদ্ধারকারী দলের কর্মীরা ৷ ধ্বংসস্তূপ সরিয়ে একে একে সকলকে বের করে আনা হয় ৷ সেই সময়, একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার করা হয় বলে জানান ফেডোরোভ ৷তাঁকে ওষুধ চালিয়ে যেতে হবে এবং কমপক্ষে দুই মাসের জন্য বিশ্রাম নিতে হবে।” উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ১৪ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে আছেন।
/anm-bengali/media/media_files/C6IQlwI6PcUPZGo3O6qk.jpg)