নিজস্ব সংবাদদাতা: রাশিয়ায় ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার, গুপ্তচরবৃত্তির অভিযোগ উড়িয়ে দিল যুক্তরাজ্য
রাশিয়ার মস্কোয় নিযুক্ত ব্রিটিশ দূতাবাস থেকে দুই কূটনীতিককে বহিষ্কার করেছে রুশ সরকার। অভিযোগ, তারা রাশিয়ার ভূখণ্ডে গুপ্তচরবৃত্তি চালাচ্ছিলেন। তবে যুক্তরাজ্য এই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে এই ঘটনা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ফেডারাল সিকিউরিটি সার্ভিস (FSB) এক বিবৃতিতে বলেছে, বহিষ্কৃত দুই ব্রিটিশ কূটনীতিক ভুয়া তথ্য দিয়ে অন্য দেশে প্রবেশের অনুমতি চাইছিলেন। রুশ গোয়েন্দা সংস্থার দাবি, এই কর্মকাণ্ড নাশকতা ও গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ দূতাবাসের এক কর্মকর্তাকে ডেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তাদের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, "রাশিয়া তার ভূখণ্ডে অঘোষিত ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের কার্যকলাপ সহ্য করবে না।"
/anm-bengali/media/media_files/2024/11/19/rqr38yzQsqeJ1l2KKdTv.webp)
এদিকে, লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, "এটি নতুন কিছু নয়। এর আগেও রাশিয়া আমাদের কূটনীতিকদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ অভিযোগ তুলেছে।" যদিও যুক্তরাজ্য পাল্টা কোনও পদক্ষেপ নেবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
ইউক্রেনে ২০২২ সালের রুশ আগ্রাসনের পর থেকে কূটনীতিক বহিষ্কারের ঘটনা নতুন নয়। রুশ সংবাদ সংস্থা আরবিসি জানিয়েছে, ২০২২ সালের শুরু থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত পশ্চিমা দেশ ও জাপান মিলে ৬৭০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। পাল্টা জবাবে মস্কো ৩৪৬ জন পশ্চিমা কূটনীতিককে রাশিয়া থেকে বের করে দিয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে, এবং কূটনীতিক বহিষ্কারের এই ধারা দুই পক্ষের সম্পর্ককে আরও শীতল করতে পারে।