নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পত্নী করোনা আক্রান্ত। জিল বাইডেনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে।গত বছরের আগস্টে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী বাইডেন গত বছরের জুলাইয়ে করোনায় আক্রান্ত হন। ৭২ বছর বয়সী জিল বাইডেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবথ সৈকতের বাড়িতে থাকবেন। সোমবার সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে একাই ফিরে এসেছেন জো বাইডেন।