নিজস্ব সংবাদদাতা: ইদের দিনে কূটনৈতিক সৌহার্দ্যের নতুন অধ্যায় রচনা করল ঢাকা-ইসলামাবাদ। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
সূত্রের খবর, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “অধ্যাপক তথা প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ কথা হয়েছে। তাঁকে ইদের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি, ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এছাড়াও, তাঁকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছি।”
/anm-bengali/media/media_files/2024/12/22/y080BaOljbj76oVgCyQz.webp)
জানা গেছে, আগামী মাসের শেষের দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এই সফরের পরিকল্পনা করা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মিশরে অনুষ্ঠিত ডি-৮ সামিটে শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন মহম্মদ ইউনূস। তদারকি সরকার গঠনের পর থেকেই অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিচ্ছে তাঁর প্রশাসন। মিশরের সেই বৈঠকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একাত্তরের স্মৃতি ভুলে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে তোলার আহ্বান জানান।