Microsoft Windows বিভ্রাট ! বারবার বন্ধ হচ্ছে ল্যাপটপ ? এইভাবে করুণ সমস্যার সমাধান

অচল মাইক্রোসফটের পরিষেবা।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অচল হল মাইক্রোসফটের পরিষেবা। বিশ্বজুড়ে বিভ্রাট তৈরি হয়েছে। কাজ করতে করতে বারবার বন্ধ হয়ে যাচ্ছে ল্যাপটপ ? আর চিন্তা নেই। এই পদ্ধতিগুলি অবলম্বন করলেই পাবেন সমস্যা থেকে মুক্তি। আসুন জেনে নিই সেগুলি কি কি।

Microsoft Windows Server Training with Certification | EC-Council Learning

বিশেষজ্ঞদের মতে, উইন্ডোজকে সেফ মোডে আনতে হবে। এরপরে ' C:\Windows\System32\drivers\CrowdStrike ' লিখে ডিরেক্টরিতে নেভিগেট করতে হবে। নেভিগেট করার পরে ' C-00000291*.sys ' লেখা ফাইলটিকে শনাক্ত করে সেটিকে ডিলিট করতে হবে। সব কাজ শেষ হওয়ার পরে আপনার ল্যাপটপটিকে রিবুট বা রিস্টার্ট করলেই আবার স্বাভাবিক হয়ে যাবে ল্যাপটপ।  

Microsoft Windows crash: Indian brokerage firms Nuvama, 5paisa face tech  issues | Stock Market News  

Adddd