চরম হুঁশিয়ারি, ৪ দিনের মধ্যেই কলকাতা দখল করবে বাংলাদেশ!

এদিন বাংলাদেশের রাস্তায় প্রতিবাদে নামে প্রাক্তন সেনা আধিকারিকরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bangladesh hj.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার এলো চরম হুঁশিয়ারি বাংলাদেশ থেকে। তাও আবার কলকাতার জন্যে। এখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক মোটেই ভালো নেই। দিনে দিনে অবনতি হচ্ছে সম্পর্কে। মৌলবাদীদের নিশানায় চলে আসছেন হিন্দু সংখ্যালঘুরা। আর সম্পূর্ণ ঘটনাতে যেন ইউনূস সরকার পরোক্ষ ভাবে মদত জোগাচ্ছেন। এমন সময় এবার সরাসরি ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা শুনিয়ে দিল প্রাক্তন বাংলাদেশ আর্মি মেজর।

এই মুহুর্তে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টালমাটাল পরিস্থিতি চলায় এবং সর্বপরী হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলায় ভারতের বহু চিকিৎসকই আজ বাংলাদেশের রোগী দেখা বয়কট করেছে। অনেকাংশে বাংলাদেশকেই বয়কটের ডাক দিয়েছে বহু সেক্টর। পণ্য সামগ্রী বাতিলও হয়েছে বহু ক্ষেত্রে। 

Bangladesh

তবে শুধু ভারত না, ভারতীয় পণ্য বাতিল করেছে বাংলাদেশও। আর এই সবের প্রতিবাদেই এদিন বাংলাদেশের রাস্তায় প্রতিবাদে নামে প্রাক্তন সেনা আধিকারিকরা। সেখান থেকেই, প্রাক্তন আর্মি মেজর হুঙ্কার দিয়ে বলেন, “আমাদের যা সেনাবল রয়েছে, যা শক্তিবল রয়েছে, তাতে ৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নিতে পারি”।

bangladeshstudentmovement-ezgif.com-resize

অপর দিকে, আরও এক প্রাক্তন সেনা কর্তা বলেন, “আমাদের সামরিক বল এবং ছাত্র সমাজ এক হয়ে গেলে ভারত তো দূরে থাক, আমরা আমেরিকাও দখল করে নিতে পারি”। 

স্বাভাবিক ভাবেই, বাংলাদেশের এই হুঙ্কার যেন নতুন করে উত্তেজনা জন্ম দিল।