নারী নিপীড়নের বিরুদ্ধে লড়েছেন, নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন নার্গেস

নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন নার্গেস। কে তিনি জানেন?

author-image
SWETA MITRA
New Update
narges.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2023) পাচ্ছেন নার্গেস মহম্মাদি। জানা গিয়েছে, ২০২৩ সালের নোবেল শান্তি পুরষ্কার নার্গেস মহম্মাদিকে ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার স্বাধীনতা প্রচারের জন্য তার লড়াইয়ের জন্য দেওয়া হয়েছে।