নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির শাহদারা এলাকায় একটি ফ্ল্যাটে, বিছানার বক্স থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। এই দেহটি কম্বলে মোড়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ওই মৃত মহিলা আসলে পাঞ্জাবের বাসিন্দা, আর তার নাম অঞ্জলি। যদিও এই মহিলার সঠিক পরিচয় যাচাই করতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনার পর ওই ফ্ল্যাটের আসল মালিক বিবেকানন্দ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
/anm-bengali/media/media_files/1000066631.jpg)
এক শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, "মহিলার পরিবার অত্যন্ত দরিদ্র, তাই তাদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য লুধিয়ানায় একটি দল পাঠানো হয়েছে।"