নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি মণিপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। মণিপুরের কাংপোকপি জেলায় অ্যাসল্ট রাইফেল হাতে যুবকদের ফুটবল খেলতে দেখা গিয়েছে। ঘটনায় পুলিশ পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার পাঁচ যুবককে গ্রেফতারের পরের দিনই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ঘোষণা আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, যুবকরা অ্যাসল্ট রাইফেল নিয়ে ফুটবল খেলছে। বন্দুকের ব্যারেলের চারপাশে লাল ফিতা বাঁধা ছিল। মণিপুর পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, "মণিপুর পুলিশ ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদির মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে যেখানে কাংপোকপি জেলার কে গামনোমফাই গ্রামের মাঠে ছদ্মবেশী পোশাকে ১০/১৫ জন দুষ্কৃতী এবং ফুটবল কিট পরা কিছু লোককে অত্যাধুনিক অস্ত্র হাতে থাকতে দেখা গেছে।" যদিও পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। কিন্তু ফুটবল খেলার সময় প্রত্যেকের হাতেই অস্ত্র থাকতে দেখা গিয়েছে ভিডিওতে।