কানহা জাতীয় উদ্যানের ইতিহাস কী? কানহা জাতীয় উদ্যানের ঘন জঙ্গলের ভিতর থেকে হাজার হাজার বাসিন্দাকে সরকার সরিয়ে এনেছে। কিন্তু তার আগে এই ঘন জঙ্গলের ভিতরে বাঘ, বড় সিংহ বা অন্যান্য হিংস্র প্রাণীদের সঙ্গে লড়াই করে কীভাবে জীবন কাটাতেন স্থানীয় বাসিন্দারা? ANM News-এর Editor in Chief অভিজৎ নন্দী মজুমদার কথা বলেন স্থানীয় বাসিন্দা অরুণ যাদবের সঙ্গে। তিনি কানহা জাতীয় উদ্যানের অজানা, রোমাঞ্চকর কহিনী ভাগ করে নেন।