নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “কংগ্রেস দল আজ দেশের সংসদীয় ব্যবস্থাকে লজ্জা দিয়েছে। মণিপুরের সাংসদকে কথা বলার সুযোগ দেননি তাঁরা। রাহুল গান্ধীর ৯০ মিনিটের ভাষণের পর মণিপুর থেকে নেতাকে সুযোগ দিতে পারতেন তাঁরা।
কংগ্রেস পার্টি সত্য শুনতে প্রস্তুত ছিল না। তারা প্রধানমন্ত্রীর ভাষণ বানচাল করার ষড়যন্ত্র করেছে। গতকাল বিরোধী দলনেতার আচরণ যতই নিন্দা করা হোক না কেন, তা যথেষ্ট নয়। আমরা আশা করব, দেশের গণতন্ত্রের স্বার্থে কংগ্রেস তাদের আচরণ সংযত করবে।
প্রধানমন্ত্রী মোদী আজ নিট নিয়ে কথা বলেছেন। রাষ্ট্রপতি তাঁর ভাষণে নিটের উল্লেখ করেছিলেন এবং আজ প্রধানমন্ত্রীও এটি উল্লেখ করেছেন। কাল রাজ্যসভাতেও আলোচনা হবে।”