নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী বিল প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন, তেলেঙ্গানা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি ঘনিষ্ঠ নেতা সৈয়দ আজমাতুল্লাহ হুসেইনি। তিনি বলেন, "কেন্দ্র সরকার মুসলিমদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে চায়। এই বিল ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য নয়, বরং তা দখল করার জন্য আনা হয়েছে।"
/anm-bengali/media/media_files/2025/04/02/pCx6ustNprnXlXgI9jUS.jpeg)
এছাড়াও তিনি বলেন, "যদি সরকার সত্যিই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করতে চায়, তবে আমাদের সেই ক্ষেত্রে বিচার করার ক্ষমতা প্রদান করা হোক। আমরা আশা করি, সংসদে এই বিল কখনোই পাস হবে না।"