জল না পেলে মৃত ইঁদুরেই হবে নিষ্পত্তি!

অভিনব প্রতিবাদ দেখালেন তামিলনাড়ুর একদল কৃষক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
_95712576_mediaitem95712575.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘জল না থাকলে চাষাবাদ হবে না। তাহলে খাবো কি? প্রাণেই তো মারা যাব’; এখন এমনই চিন্তা তাড়া করে বেড়াচ্ছে তামিলনাড়ুর চাষীদের। আর তাতেই আত্মহত্যা পথ বেছে নিতে হবে এমন দাবি জানিয়ে অভিনব প্রতিবাদ দেখালেন তামিলনাড়ুর একদল কৃষক।

তিরুচিরাপল্লীতে তামিলনাড়ুর একদল কৃষক তাদের মুখের সামনে মৃত ইঁদুর ধরে কর্ণাটক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং কর্ণাটক থেকে রাজ্যে কাবেরী জল ছাড়ার দাবি জানিয়েছেন তারা। কেননা ঠিক ভাবে চাষাবাদ না হলে মৃত্যু ছাড়া আর কোন পথ থাকবে না তাঁদের।