নিজস্ব সংবাদদাতা: সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তারমধ্যেই এনসিপি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেই তালিকায় চমকের পর চমক রয়েছে। দ্বিতীয় তালিকায় সাত জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাবা সিদ্দিকির পুত্র জিশান, নবাব মালিকের কন্যা সানা ও পোর্শে কাণ্ডে নাম জড়িয়ে যাওয়া সুনীল তিংড়ে।
প্রসঙ্গত, সদ্য মুম্বইয়ের বুকে এনসিপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে বাইক আরোহী দুষ্কৃতীরা হামলা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাবা সিদ্দিকির ছেলে জিশান দাঁড়াচ্ছেন বান্দ্রে পূর্ব কেন্দ্র থেকে। এনসিপি নেতা নবাব মালিকের মেয়ে সানা দাঁড়াচ্ছেন অনুশক্তি নগর কেন্দ্র থেকে। সদ্য চলতি বছরেই কংগ্রেস ছেডে এনসিপির অজিত গোষ্ঠীতে যোগ দিয়েছেন সিদ্দিকি। তাঁর বিরুদ্ধে দলের বিরুদ্ধে ভোটদানের অভিযোগ ছিল।
অন্যদিকে, নবাব মালিক চেয়েছিলেন মেয়ে সানা যাতে অনুশক্তি নগর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ওই কেন্দ্রে এক সময় প্রার্থী ছিলেন নবাব মালিক নিজে। নবাব মালিক নিজে মানখুর্দ শিবাজী নগর থেকে দাঁড়াতে চাইছেন। তাঁকে দাঁড় করানো নিয়ে আপত্তি রয়েছে বিজেপির। ফলে সেই জায়গা থেকে শরিকের কথা শুনে পিছিয়ে যেতে পারে এনসিপি। অন্যদিকে, নবাব মালিকের নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে।