শাহী মসজিদ কমিটির প্রধানকে পাঠানো হল কারাগারে! তাঁর বিরুদ্ধে অভিযোগ শুনলে চমকে উঠবেন

শাহী মসজিদ কমিটির প্রধানকে পাঠানো হল কারাগারে।

author-image
Tamalika Chakraborty
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: জামা মসজিদ সদর প্রধান ও শাহী মসজিদ কমিটির প্রধান জাফর আলীকে মোরাদাবাদ কারাগারে আনা হয়েছে। ২৪ নভেম্বর সম্ভালে সংঘটিত হিংসার ঘটনায় তাকে গ্রেপ্তার করে চান্দৌসি আদালতে হাজির করা হয়েছিল। 

sahi masjid chief