নদীতে উল্টে পড়ল গাড়ি! ১২ জন যাত্রী, খোঁজ চলছে

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
Accident

নিজস্ব সংবাদদাতা:পুঞ্চে কালাই গ্রামের কাছে পুঞ্চ নদীতে একটি গাড়ি পড়ে ৭ জন আহত হয়েছে। এই নিয়ে ডিডিসি বিকাশ কুমার কুন্ডল বলেছেন, "সন্ধ্যা ৭.৩০ নাগাদ একটি গাড়ি নদীতে পড়েছিল... পুলিশ, এসডিআরএফ এবং জেলা প্রশাসনের দল গাড়িটিকে বের করে এনেছে। ৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে... সেখানে ১১-১২ জন যাত্রী থাকতে পারে; অনুসন্ধান চলছে। ৩ জনকে রাজৌরিতে রেফার করা হয়েছে। রাস্তাটি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে"।